ব্যবহারের নিয়মাবলি :
পুদিনায় রয়েছে মেনথল যা আপনার ব্রন ঠিক করতে সাহায্য করে।
পুদিনার রস সরাসরি ব্যাবহার করতে পারেন ব্রণে ।
পুদিনার রস প্রতিদিন রাতে শুয়ার আগে ব্রণে লাগাতে হবে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন আথবা কমপক্ষে ২-৩ ঘন্টা রাখুন তারপর ধুয়ে ফেলতে হবে।
এভাবে মাস খানিক করলে আপনার দাগ দূর হবে ।
এক মুট ভর্তি পুদিনা পাতার সাথে এক চামচ লেবুর রস দিয়ে ব্লান্ডারে ব্লান্ড করুন।
তারপর তুলার টুকরো দিয়ে প্রতিদিন দুইবার ব্রণে লাগাতে হবে।
তারপর পনেরো মিনিট পর পেস্টটি ধুয়ে ফেলতে হবে।
উপরের যেকোন একটা ব্যবহার করলেই আপনার মুখের ব্রন উঠে যাবে আশা করা যায়।
Leave a Reply