পেয়াঁজের রস বের করার জন্য প্রথমে কয়েকটা পেয়াঁজ ছিলে নিতে হবে ।
তারপর পিয়াঁজগুলো গ্রেরেটারে গ্রেট করে নিতে হবে ।
তারপর একটা ছাকনি দিয়ে ছেকে এর থেকে রস বের করে নিতে হবে ।
তারপর এ্যলোভেরা জেল বের করে নিতে হবে ।এর জন্য একটা পাতা ুনিয়ে এর উপরের অংশ তুলে ফেলুন ।
তারপর এই অংশ ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে হবে ।তারপর এ্যলোভেরা জেল এর থেকে বের করে নিতে হবে ।
তারপর অন্য একটি বাটিতে চার চামচ পেয়াঁজের রস নিতে হবে।
তারপর দুই চামচ এলোভেরা জেল মিশিয়ে নিতে হবে ।
তারপর এর ভেতর দিতে হবে এক চামচ ওলিভ ওয়েল বা নারকেল তেল ।
তারপর মিশ্রনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তারপর এটা চুলের আগা থেকে গোড়া পর্য্ন্ত ভালোভাবে এটা ব্যবহার করতে হবে ।
তারপর চুলের গোড়ায় বা মথার তালুতে এটা ৫-৭ মিনিট ভালোভাবে মাসাজ করতে হবে ।
তারপর ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে ।
আপনারা এটাকে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করতে পারেন।
এভাবে আপনি দুই থেকে তিন সপ্তাহ ব্যবহারে ভালো ফল পাবেন আশা করা যায় ।
Leave a Reply