প্রথমে তৈরী করতে হবে ক্লিনজিন ,
প্রথমে একটি পরিস্কার বাটিতে এক চামচ মধু নিতে হবে ।
তারপর এর ভিতর নিতে হবে এক চামচ কাঁচা দুধ ।
তারপর এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
তারপর মিশ্রনটাকে আপনার মুখে তুলার সাহায্যে লাগিয়ে নিতে হবে ।
তারপর হালকা হাতে আপনাকে ১০ মিনিট মাসাজ করতে হবে।
তারপর পানি দিয়ে ধুয়ে দিতে হবে ।
তারপর তৈরী করতে হবে স্কাবার ,
প্রথমে একটি বাটিতে এক চামচ মধু নিতে হবে।
তারপর এর ভিতর দিতে হবে হাফ চা চামচ চিনি।
তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর আপনার ত্বকে ৫ মিনিটের জন্য স্ক্রাবিং করে নিতে হবে।
তাহলে আপনার ত্বক হয়ে উঠবে নরম ও তুলতুলে ।
তারপর তৈরী করতে হবে ফেসপ্যাক ,
প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক চামচ মধু নিতে হবে ।
তারপর এর ভিতর নিতে হবে এক চামচ টক দই ।
তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
তারপর এটাকে আপনার পুরো স্কিনে লাগিয়ে নিতে হবে।
তারপর আপনি ১৫ মিনিট ধরে মাসাজ করবেন।
তারপর আপনি এটা জল দিয়ে ধুয়ে ফেলুন ।
Leave a Reply