আকন্দ গাছের সাথে পরিচিত নেই এমন লোক খুজে পাওয়া যায় না । আকন্দ গাছ অনেক ধরনের রোগের ক্ষেত্রে উপকারি । তবে আজ আমরা ব্যথা কমাতে আকন্দ এর গুণাবলির কথা জানব । ব্যাথা নাশক এসব ওষুধের বেশির ভাগই ডাইক্লোফিন জাতীয়। যা আমাদের শরীরের জন্য ক্ষতিকরও বটে। এরকম ফোলাভাব বা ব্যাথা কমানোর জন্য আমরা ভেষজ উদ্ভিদকে কাজে লাগাতে পারি। ভেষজ উদ্ভিদ যেমন খুব দ্রুত কাজ করে, তেমনি এসব ভেষজ উদ্ভিদ আমাদের শরীরের কোনো ক্ষতিও করে না। আর ফোলাভাব এবং ব্যাথার সমস্যায় যে ভেষজ উদ্ভিদটি আমাদের সবচেয়ে ভালো কাজ করতে পারে তাহলো আকন্দ। সেই প্রাচীনকাল থেকে আকন্দ উদ্ভিদ আমাদের শরীরের যেকোন স্থানের ব্যাথা নিরাময়ে ব্যবহার করা হয়ে আসছে। আসুন আজ জেনে নিই কিভাবে আকন্দ উদ্ভিদ আমাদের ব্যাথা নিরাময়ে কাজ করে।
ঔষধ তৈরীর নিয়মাবলি :
আমরা জানি আকন্দ গাছের ছাল , পাতা, ফুল, এবং কষ সবই ঔষধি গুণ সম্পূর্ন্ । আকন্দের পাতায় আছে এক বিশেষ ধরণের এনজাইম । এই উদ্ভিদের আর ও আছে গ্লাইকোসাইড , বিটা এমাইরিন ও স্টিগমাস্টেরল আছে । যা আমাদের শরীরে বিভিন্ন স্থানে ব্যাথাকে নিমিষেই কমিয়ে ফেলতে পারে । আকন্দ গাছের রস ফোলাভাব ও কমিয়ে ফেলতে সাহায্য করে থাকে ।
ব্যবহারের নিয়মাবলি :
আকন্দ পাতা শরীরের কোন স্থান ফুলে গেলে বা ব্যাথা হলে সবচেয়ে বেশি উপকারি । প্রথমে একটি আকন্দের পাতা হালকা গরম করে যেস্থানে আঘাত লেগেছে বা ফুলে গেছে সে স্থানে বেধে রাখতে হবে । কিছুক্ষণ এই পাতা বেধে রাখলে ব্যথা থেকে নিরাময় পাওয়া যায় । শরীরের কোনো স্থান ফুলে উঠলে সেটি খুব দ্রুত ফোলাভাব কমিয়ে ফেলতে এটি গুরুত্ব পূণ্য ভূমিকা পালন করে থাকে ।
Leave a Reply